
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধুন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শহীদ শেখ রাসেল এর স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে ১৯৮৯ সালে শেখ রাসেলের বড় বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে এই সংগঠন প্রতিষ্ঠা করেন।
সততা শিক্ষা ঐক্য শৃঙ্খলা এটাই হল এ সংগঠনের মূলমন্ত্র।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষ্যে গতকাল রোজ শুক্রবার ২২শে জানুয়ারি শেখ রাসেল শিশু- কিশোর পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার আওতাধীন মীরসরাই কমিটি আগামী তিন মাসের জন্য আংশিক এ্যাডহেক কমিটি অনুমোদন প্রদান করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি জাহিদুল হাসান জনি সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন।
এতে সভাপতি করা হয় -কামরুল হাসানকে এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় তরুণ ছত্র নেতা ১২নং ইউনিয়নের রিয়াজুল হক রিয়াজকে। তিনি নিজেকে এবং ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর অাদর্শের সৈনিক হিসেবে গড়ে তোলার কথা গণমাধ্যমে জানান।
এতে আরো অনুমোদন পান সিনিয়র সভাপতি পদে -মোঃ ফয়সাল,
সহ-সভাপতি-জাহেদুল ইসলাম,
সহ-সভাপতি-সাফায়েত চৌধুরী,
সহ-সভাপতি-মোবারক হোসেন সাগর,
সহ-সভাপতি সহ-সভাপতি-জিয়া খান,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ মোরশেদ,
যুগ্ম সাধারণ সম্পাদক-সাজ্জাদ হোসেন,
সাংগঠনিক সম্পাদক- রেহান উদ্দিন,
অর্থ বিষয়ক সম্পাদক-মোঃ শিমুল,
দপ্তর সম্পাদক -রাহি বিন আজাদ,
উপ-দপ্তর সম্পাদক-আশরাফ আলী,
আইন বিষয়ক সম্পাদক-হুমায়ুন কবির,
প্রচার সম্পাদক- আল আমিন ইসলাম সেতু,
উপ-প্রচার সম্পাদক-ফোরকান,
তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক-শাহিন ইকবাল,
উপ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক-ঈমান হাসান,
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক-মেহেরাজ উদ্দিন শাকিব, ক্রীড়া সম্পাদক-মোঃ নুর উদ্দীন,সাংস্কৃতিক সম্পাদক-মোঃ সাঈদুল আলম সাব্বির,
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-মোঃ আল নোমান উদ্দিন আরাফাত,ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন অপু,
বিজ্ঞান চারু ও কারুকলা সম্পাদক- শেখ রিয়াদ, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- শেখ জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক- জিয়াউল আরেফিন রাব্বি,
সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আমজাদুল ইসলাম দিপু ভূঁইয়া
সদস্য মোঃ লিংকন।
নেতৃবৃন্দ’রা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ ও শহীদ শেখ রাসেল এর সৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলায় প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা, স্কুল ও কলেজ শাখায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর কমিটি গঠন করা হবে। শেখ রাসেলের প্রতিটি কর্মী আওয়ামী লীগের ভবিষ্যৎ। এই সংগঠন দেখভাল করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। এই সংগঠনের সদস্য হওয়া অত্যন্ত গৌরবের বিষয়।