অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল সিএমপির ট্রাফিক বিভাগ, ৫ টি সিএনজি আটক এবং বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক।
গত ২৪ মে, সোমবার জনৈক মনজুরুল হাসান নয়ন নামীয় ব্যাক্তি তার ফেসবুক আইডি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অভিযোগ করেন যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় থেকে কুয়াইশ চলাচলকারী সিএনজি সমূহ পূর্বে জনপ্রতি ১৫ টাকা ভাড়া ছিল। কিন্তু লকডাউনকালীন সময়ে ৫ জন যাত্রীর পরিবর্তে ৩ জন যাত্রী পরিবহন করে ও ভাড়া বৃদ্ধি বাবদ ২৫ টাকা করে নেয়া হয়। কিন্তু বর্তমান সময়ে সিএনজি গুলো তে ৫ জন যাত্রী পরিবহন করা হচ্ছে ও ভাড়া ২০ টাকা করে নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে যাত্রী ও সিএনজি ড্রাইভারদের মধ্যে প্রায়ই বচসা হচ্ছে।
বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক রিলেসন্স উইং এর দৃষ্টিগোচর হলে পাবলিক রিলেসন্স উইং এর পক্ষ থেকে সিএমপির ট্রাফিক বিভাগের মনযোগ আকর্ষণ করা হয়। সিএমপি ট্রাফিক বিভাগ প্রাথমিক তদন্তে উক্ত অভিযোগের সত্যতা খুঁজে পায় এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করে। অতিরিক্ত ভাড়া আদায় করায় অক্সিজেন-কুয়াইশ রাস্তা হতে ৫ টি সিএনজি আটক করা হয়। এছাড়াও অন্যদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।