
গত ৩০ এপ্রিল ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বেপারীপাড়া মোড়স্থ
ফুলকলির সামনে রাস্তার থেকে দুই বন্ধুকে অপহরণের ঘটনায় ৩ অপহরণকারীকে আটকসহ অপহৃত ২ ব্যাক্তিকে উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১। মোঃ সুমন (৩৭), পিতা-সিরাজুল ইসলাম প্রঃ লিয়াকত,
২। দিদারুল আলম প্রঃ নিপু (৩৬), পিতা- মৃত আবু সিদ্দিক, ৩। মোঃ আলী মর্তুজা প্ৰঃ মোক্তার প্র: অভি (৩৮), পিতা-মৃত আলী আকবর,
পুলিশ জানায়, ৩০ এপ্রিল ২০২৩ইং রাত ১০.৩০ মিনিটের সময় ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বেপারীপাড়া মোড়স্থ ফুলকলির সামনে রাস্তার উপর থেকে ভিকটিম মোঃ তছলিম উদ্দিন (৩৩) ও তার বন্ধু মো: ইয়াকুব হোসাইন (৩০) কে দাড়িয়ে থাকা অবস্থায় আসামী ১। মো: সুমন (৩৭), ২। দিদারুল আলম প্রঃ নিপু (৩৬) ভিকটিম দেরকে জোরপূর্বক অপহরণ করে হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকায় নিয়ে যায়। উক্ত স্থানে নিয়ে যাওয়ার পর আসামী ৩। মোঃ আলী মর্তুজা প্রঃ মোক্তার প্র: অভি (৩৮), ৪। শফিক (৪১), ৫। রমজান প্রঃ বাইট্টা রমজান (৩৩) ভিকটিমদের ঘিরে ধরে নির্যাতন করতে থাকে।
একপর্যায়ে আসামীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিম দ্বয়ের নিকট থেকে নগদ ১৫,৫০০/- টাকা জোর পূর্বক গ্রহণ করে। আসামীরা ভিকটিমদের নিকট থেকে আরো ৩,০০,০০০/- টাকা দাবী করে। আসামীদের নির্যাতনে ভিকটিমদের তাদের আত্মীয় স্বজনদের নিকট তেকে ৩টি বিকাশ নম্বরের মাধ্যমে নগদ মোট ৩৬,৫০০/- টাকা আসামীদের এনে দেয়।
ভিকটিমদের আত্মীয়দের সংবাদের ভিত্তিতে বিষয়টি ডবলমুরিং থানার অফিসার ইনচার্জকে জানালে অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ডবলমুরিং মডেল থানার এস আই আহ্লাদ ইবনে জামিল এস আই মো: ইমান হোসাইন সহ ডবলমুরিং থানার একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী ও ভিকটিমদের অবস্থান সনাক্ত করে হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকার রোড নঙ-০১, বাড়ী নং-০৪, সানা রারোরা ম্যানশন এর সামনে হতে আসামী ১। মো: সুমন (৩৭), ২। দিদারুল আলম প্রঃ নিপু (৩৬), ৩। মোঃ আলী মর্তুজা প্রঃ মোক্তার প্র: অভি (৩৮) আটক করেন এবং ভিকটিমদের উদ্ধার করেন। এসময় তাদের কাছ থেকে ভিকটিমের ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।