
মে/২০২১ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(APA) এবং অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার বিতরণ
মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার),পিপিএম(বার), ডিআইজি, চ্ট্টগ্রাম রেঞ্জ এর সভাপতিত্বে অদ্য রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সভাপতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার ও কমাড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(APA) স্বাক্ষরিত হয়।
পরর্বতীতে মে/২০২১ খ্রিঃ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। মাদক বিরোধী চলমান বিশেষ অভিযান সফল করতে থানার অফিসার ইনচার্জ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় পুলিশ সুপারগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া বিট পুলিশিং জোরদারকরণ এবং সাধারণ জনগণ যাতে থানায় প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতেও পুলিশ সুপারগণকে নির্দেশনা প্রদান করা হয়।`
এছাড়া তিনি অভিন্ন মানদন্ডের আলোকে নির্বাচিত সেরা অফিসার’দের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরন করেন।