
শুক্রবার ৩০ এপ্রিল যথাযথ আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন হয়েছে জয়েন্ট ভেঞ্চর সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে জয়েন্ট ভেঞ্চর সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় ।
২০২০ সনের ১০ এপ্রিল চট্টগ্রাম , মুনির নগর ৩৭ নং ওয়ার্ড, ঘাসি মাঝির পাড়ার কিছু সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী তরুন যুবক ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সংগঠন ‘জয়েন্ট ভেঞ্চর সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র সংগঠন বছর জুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদেরকে দায়িত্বশীল অবস্থানে নিয়ে গেছেন এবং অল্প সময়ে সংগঠনটি সমাজে প্রশংসা কুড়াতে সক্ষম হয়। অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, কার্যকরি সদস্য ও পরিশ্রমী সকল সদস্য তাদের মেধা-শ্রম-যোগ্যতা দিয়ে সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখছেন এবং ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুহাদ্দিস এবং চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন।
এতে পবিত্র রমজানের ১৭তম তথা বদর দিবসের শিক্ষা ও তাৎপর্য নিয়ে বিশেষ তকরিফ পেশ করেন এবং করোনাকালীন দূর্যোগপূর্ণ মুহুর্তে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । এতে আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোজাম্মেল হোসেন নান্টু, সিনিয়র উপদেষ্টা আশরাফুল ইসলাম নাসির, মুহাম্মদ হোসেন, আবু তাহের , বাহাদুর আলম, জাহেদ হোসেন, মুহাম্মদ নূর হাসান, নুরুল আবসার, সভাপতি জনাব সাইদুর আলম, সহসভাপতি মোঃ শফিউদ্দিন সাধারণ সম্পাদক মোঃ নাসির এবং সকল সদস্যবৃন্দ।