বুধবার, রাত ৮ টা। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রোডে হঠাৎ উপ পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশের আগমন। সাথে নগরীর ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন ও তাঁর ফোর্স । না কোন অভিযানে নয়, এসেছেন মূলত নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষণ দিতে। কিভাবে এলাকার নিরাপত্তা বাড়ানো যায় এবং দক্ষতার সাথে কিভাবে যেকোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়, তারই প্রশিক্ষণ।
এ বিষয়ে ওসি মহসীন বলেন, এটা এক ধরনের ক্লাস, এক ধরনের প্রশিক্ষণ। আমাদের থানা এলাকার নিরাপত্তা প্রহরীদের ক্লাস হল আজ। ক্লাস নিলেন আমাদের ডিসি (পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশ স্যার। তারা কী করেন, কী দায়িত্ব এবং ঝুঁকিপূর্ণ মুহূর্তে তাদের কী করণীয়- সব বিষয়েই ক্লাস হল। আমরা তাদের পরামর্শ নিলাম। রাত ৮ থেকে শুরু করে ১১ টা পর্যন্ত চলে আজকের ক্লাস। কালও চলবে। আমাদের ৬ টি বিটের প্রায় ৫০ নিরাপত্তা প্রহরী আজ ছিলেন আমাদের ক্লাসে। আমাদের পর তারাই তো নিরাপত্তা দেয় এই নগরের। সুতরাং তাদের আরেকটু দক্ষ করতে পারলে আরও নির্বিঘ্ন হবে আমাদের জীবন।