
সাতকানিয়ার কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। আটককৃতরা হলেন- মো.মামুনর রশিদ (২২), মিনহাজুর রহমান (২৩) ও শহর মুলুক প্রকাশ রাশেদ (৪৩)।
র্যাব জানায়, মাইজপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করার সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে অভিযান চালিয়ে মো.মামুনর রশিদকে আটক করা হয়। মামুনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মামুন জানায়, সিটি শপিং সেন্টারের ২য় তলায় একটি দোকানের ভিতরে আরও কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে দোকানটির ভিতর থেকে মিনহাজুর রহমান মিনহাজ ও শহর মুলুক প্রকাশ রাশেদকে আটক করা হয়। পরবর্তীতে দোকান তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তা ও ১টি বাজারের ব্যাগ থেকে ২৫ কেজি গাঁজা এবং ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।