
লালদিঘীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩০ গ্রাম মেটাফিটামিন যুক্ত নেশা জাতীয় মাদকদ্রব্যসহ মোঃ নুরুল আফছার (৫২) কে গ্রেফতার করেন পুলিশ, যার আনুমানিক মূল্য ৪৩,০০,০০০ টাকা।বুধবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির এ তথ্য জানান।
গ্রেফতার মো. নুরুল আফছার (৫২) কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের উলুবনিয়া এলাকার শের উল্যাহ বাড়ির মৃত আহম্মদ কবিরের ছেলে।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, মঙ্গলবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ওজনের আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা। সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার এই মাদকদ্রব্য মো. নুরুল আফছারের কাছ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চন্দনাইশ থানার জনৈক আজিজুর রহমানের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায় সে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।