
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।
এ ঘটনার প্রতিবাদে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে বক্তারা সাংবাদিক হত্যার দ্রুত বিচার, দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের বর্বর হত্যাকাণ্ড বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে সিআরএ সদস্য ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।