পাহাড়তলী রেল স্টেশনস্থ ইউসেফ স্কুল সংলগ্ন ভেলুয়ার দিঘীর পূর্ব পাড়ের একটি ঘরে ১৪ মার্চ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ জহিরুল ইসলাম (৩১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের টিম-২২।
মৃত নুরুল ইসলাম সুলেমান এর পুত্র জহিরুল এর বাড়ি কিশোরগঞ্জ পৌরসভা ঘাইটাল, গদার বাড়ী বলে জানা গেছে।
গ্রেফতারকৃত জহিরুল গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী থানা এলাকার বিভিন্ন উৎস হতে কম দামে সংগ্রহ করে ট্রেনযোগে কৌশলে চট্টগ্রাম শহরে এনে স্থানীয় মাদকব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রি করে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ। আসামি মোঃ জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।
ঘটনা সংক্রান্তে ডবলমুরিং মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।