
কক্সবাজারের রামুতে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনগুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) এফবিসিসিআই’র পক্ষে কক্সবাজার চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে রামু কলঘর বাজার ও কোরবানির গরুর হাটে বিকালে এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা ও বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক এইচ.এম. নুরুল আলম ।
এ সময় পরিবহন চালক, শ্রমিক, যাত্রী ও পথচারিদের করোনা ভাইরাস রোধে মাস্ক বিতরণ করা হয়।
এবং করোনা রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন
নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি আরো বলেন , বিশ্ব দুর্যোগের করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে থাকতে হবে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেবার আগেই জরুরি সরকারি নিদর্শনা সবাইকে মেনে চলতে হবে।