
চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যার আস্তানায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, মাদক, টর্চার সরঞ্জাম ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে বুইস্যা চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গত ২১ জুলাই ২০২৫, দুপুর অনুমানিক ৩টার দিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ও র্যাব-৭ এর সিপিসি-৩ এর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসীদের বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনে মাছবাজারের উপর তৃতীয় তলায় গোপন টর্চার সেলে হানা দেওয়া হয়।
পুলিশ জানায়, শহিদুল ইসলাম ওরফে বুইস্যা তার সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রকাশ্যে শটগান ও পিস্তল প্রদর্শন করে গুলি ছুঁড়ছিল। এই খবরের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: ১) মোঃ বোরহান উদ্দিন (৩০) ২) শাস্ত্র মজুমদার (২০)
৩) মোঃ আল আমিন (২৫)৪) মোঃ মারুফ (১৮)
৫) মোঃ মিজানুর রহমান (৩২) ৬) মোঃ রোকন উদ্দিন (২৯)৭) মোঃ অন্তর (২২),৮) খড় পাল (২১) ৯) মোঃ রাহাত (১৮), ১০) মোঃ ফরহাদ (২৪)
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র-গুলাবারুদ ও মাদক জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে
১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ছুরি, ড্রেগার, করাত, হেচকো ব্লেড ও অন্যান্য দেশীয় ধারালো অস্ত্র
১টি পিস্তলের গুলি, ৩টি শটগানের তাজা কার্তুজ ও ১২টি ব্যবহৃত শটগানের কার্তুজ
৯টি ব্যবহৃত পিস্তলের গুলির খোসা
১০ লিটার দেশীয় চোলাই মদ, ১০টি বিয়ার ক্যান, ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির প্যাকেট ও ডিজিটাল ওজন মেশিন
ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামাদি
পুলিশ জানিয়েছে, এই সন্ত্রাসী চক্রটি চান্দগাঁও থানা এলাকা ছাড়াও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করে আসছিল। এদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা বিভিন্ন থানায় চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম মহানগরীর অপরাধ দমন ও সন্ত্রাস দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।