
লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১৫টি মামলা ও ৬৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ জুলাই) জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএর ২ জন ও সিটি করপোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এ সময় বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিংমলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post