
সীতাকুন্ডের ব্যবসায়ী মুমিনুল হকের হত্যাকারী মোঃ সাহাব উদ্দিন (৩৪)কে ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের চকবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ ।
অসাধু কার্যকলাপে বাধা প্রদান ও ব্যক্তিগত বিরোধের জেরে গত ২৯ জুন মুরাদপুরস্থ আমিন মোহম্মদ সী-রোডে নতুন গ্যাস অফিসের সামনে ৪টি সিএনজি নিয়ে এসে দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে অটোরিক্সার গতিরোধ করে মোঃ সাহাব উদ্দিন (৩৪)কে দেশী ধাড়ালো অস্ত্র ছুড়ি, রাম দা, খুর, চাকু ও ক্রিস দিয়ে উপর্যুপরি আঘাত করে মুমিনুল হকের কাছে থাকা নগদ ১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং একটি মোবাইল নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সাথে সাথে আহত মুমিনুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মামলার ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল আজ ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টায় চট্টগ্রামের চকবাজার থেকে আসামী মোঃ সাহাব উদ্দিনকে গ্রেফতার করে।
নিহত ভিকটিম মুমিনুল হক পেশায় একজন কৃষিজীবী এবং গরু ব্যবসায়ী ছিলেন। তার ভাই আকবর হোসেন চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার বলে র্যাব সূত্রে জানা গেছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় সাহাব উদ্দিনকে হস্তান্তর করে র্যাব ৭ ।