শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় র্যাব-৭ শাহ আমানত সেতু টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্প মসজিদের সামনে থেকে একটি বাসে তল্লাশী চালিয়ে ১০৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রকিব (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
মোঃ রকিব (২০) কক্সবাজারের মোঃ শফি ইসলাম এর পুত্র।
র্যাব জানায়, রকিব দেশীয় পদ্ধতিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা বহন করে। এবার সে ট্রলি ব্যাগের পেছনের লাইনারের মধ্যে ইয়াবা লুকিয়ে রেখে চট্টগ্রামে নিয়ে আসে। ইয়াবাগুলোকে লাগেজের ভিতরে পলিব্যাগের সঙ্গে এমন ভাবে রেখেছে যা ভিতরে ইয়াবা আছে বলে বোঝা যায় না। তল্লাশী করার সময় লাগেজের পিছনের সাদা প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো একটি লাইন দেখে সন্দেহ হয় এবং ওই অংশটি খুলে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।