হাটহাজারীতে বিক্রি নিষিদ্ধ শাপলা মাছ বিক্রয়ের অপরাধে বোশেক দাশ (৩৫) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের একটি টিম চৌধুরীহাটে এ মাছ বিক্রয়কালে অভিযুক্তকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হন।
অভিযুক্ত বোশেক দাশ তার অপরাধ স্বীকার করলে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, বিক্রি নিষিদ্ধ শাপলা মাছ বিক্রয়ের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনসচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।