
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ১২:১২ অপরাহ্ণ
চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে রমজানের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুস্থ সংস্কৃতি বিকাশে উদীয়মান সংঠন চট্টগ্রাম কালচারাল একাডেমি'র উদ্যোগে সম্পন্ন হলো পবিত্র মাহে রমজানের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার আঠারো রমজান পহেলা মে দুপুর ২.৪৫ মিনিট থেকে অনলাইন মাধ্যম জুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি জনাব সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশীয় সংস্কৃতি সংসদের আহ্বায়ক জনাব আ জ ম ওবায়দুল্লাহ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আমিরুল ইসলাম, ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক জনাব ইবনে ওয়াজেদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পবিত্র রমজানের তাৎপর্যের উপর আলোচনা রাখতে গিয়ে বলেন,রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংকারবোধ দূরীকরনে কার্যকরী ভুমিকা রাখে। তারা আরো বলেন, সুন্দর সমাজ ও সভ্যতা নির্মানে প্রয়োজন সুস্থ সংস্কৃতির চর্চা। সিয়াম সাধনায় তাকওয়া অর্জনের সমন্বয়ে এই চর্চাকে শানিত করার কোন বিকল্প নেই। মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন জনাব মোঃ রহমত উল্লাহ, একক সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম গানের দলের অন্যতম সদস্য সর্বজনাব শিল্পী শাহিদুল করিম খান, মোঃ ঈমাম উদ্দিন, মোঃ সাজিদ উল ইসলাম ও আব্দুল আজিজ এর নেতৃত্বে যৌথ সংগীত পরিবেশন করেন পতেঙ্গা সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।
Copyright © 2025 Journal24. All rights reserved.