চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুর নৌকা প্রতীক বিজয়ের লক্ষে গত ২৪ শে জুলাই ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য খাইরুল আলম সবুজের নেতৃত্বে একটি বিশাল মহিলা সমাবেশ আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ পদপ্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সৈয়দ আনিসুর রহমান,
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রুবেল আহমেদ বাবু, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হুমায়ূন ছগীর মোহন, আলী হোসেন,ডাক্তার ইকবাল, সালাউদ্দিন কামরুল, শফিকুল আলম এবং চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের নেত্রী সুমি তালুকদার ও রুনা মুস্তাক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রার্থী পাঁচজন। এর মধ্যে ‘হেভিওয়েট’ হিসেবে আলোচিত একজনই, মো. মহিউদ্দিন বাচ্চু।
আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থীর বিপরীতে চার জনের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকিদের পরিচিতি তেমন নেই বললেই চলে।
নৌকা প্রতীকের মহিউদ্দিন বাচ্চু’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চার প্রার্থী হলেন- লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সামসুল আলম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া এবং রকেট প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া। নগরীর হালিশহর, ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী, আকবর শাহ ও পাঁচলাইশের একাংশ নিয়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন। মোট ওয়ার্ড আটটি- শুলকবহর, দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, পাহাড়তলী, লালখান বাজার, উত্তর আগ্রাবাদ, রামপুর এবং উত্তর হালিশহর। মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ২৪৬। ছয় দিন পর ৩০ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ আসনে ভোট হবে।