
৮ মার্চ বুধবার দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী এলাকা থেকে শাকিল চৌধুরী (৩৫),কে পিতা-আব্দুল হালিম গ্রেফতার করা হয়।
এই বিষয়ে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মোঃ পিয়ার হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
Discussion about this post