
শোকের মাস আগস্ট মাস। এ মাসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা। এদিকে আজ (১৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর ১২ নং ওয়ার্ড ঈদ গাঁ কাঁচা রাস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুবলীগ নেতা আনিসুর রহমান মামুনের নেতৃত্বে এবং মরহুম মোহাম্মদ আলী কন্ট্রাক্টর ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসুচী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি ডিবি (উত্তর) মাঈনুর রহমান,পাহাড়তলী থানার ওসি ইমাম হাসান, মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া সুলতানা।
সকাল ১১ টায় প্রথমে জাতির জনক বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের পর সমাজসেবক ও রাজনীতিবিদ ফরিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালোবাসি,সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব ভালোবাসি।তিনি বাংলার আকাশ-বাতাস,প্রকৃতি,শ্যামল প্রান্তরকে ভালো বেসেছিলেন।দেশের প্রতি গভীর ভালোবাসার কারণে বাংলার শ্যামল প্রান্তরে বঙ্গবন্ধু মিশে আছেন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ,দেলোয়ার হোসন দেলু,আশরাফুল গনি,জিয়াউল বারি,নাজমুল হাসান রুমি,রাশেদ চৌধুরী,বাবলু দাশ,সহকারী শিক্ষক মোজাফফর হোসেন কামরু,জাহিদুল আলম মুরাদ,পাহাড়তলী ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর লিটন,বাজার সমিতির অর্থ সম্পাদক দিদার আলম দিদার, ২৫ নং রামপুর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি ফারহানা আফরোজ আলম জেনিফার, মন্জুরুল আলম রিমু,জালাল উদ্দিন,নারী নেত্রী নূর আক্তার প্রমা,জয়া চৌধুরী,ইয়াছমিন মিনু ফাতেমা নাসরিন প্রেমা, যুবলীগ নেতা কামরুল হাসান রানা,দিদারুল আলম দিদার,মোঃআনসার,মোঃ আজাদ, জহির জিল্লু, আজিজ পারভেজ,জহির আহমেদ,সজীব ।
ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সিদ্দীকি,শাহেদুল আলম,আরিফ ইসলাম অন্তর ,টিটু তালুকদার, ফাহিম তাজওয়ার,সাইফুল সরয়ার,গফুর সাদমান, সজীব ও সাংবাদিক ঈসা মোহাম্মদ।
এসময় নেতৃবৃন্দ বলেন,বৃক্ষ যেমন অক্সিজেন সরবরাহ করে মানুষের জীবন বাঁচায় তেমনি বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করে স্বগৌরবে বেঁচে থাকতে বাঙালিকে প্রাণশক্তি যুগিয়েছেন। বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করায় বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।