
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরীর মেশিন এবং জালনোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন ২টা ৪০ মিনিটে
র্যাব-৭, এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের
উপস্থিতি টের পেয়ে পলায়নকালে আসামী মোঃ মীর হোসেন (২৫), পিতা- আলমগীর হোসেন, মধ্যম
সোনাপাহাড়, থানা- জোরারগঞ্জ, জেলা চট্টগ্রাম থেকে আসামী মোঃ মীর হোসেন গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের
সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ হেফাজতে থাকা ১ টি জাল
টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১,৫৬,৭০০
টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অসৎ
উপায় অবলম্বন করে বাংলাদেশী জালনোট তৈরি করছে এবং উক্ত জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও
কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের
নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।