
গত ১৯ মে জুতার ভিতর ১,৬৫০ পিস ইয়াবাসহ চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পটিয়া’য় অভিযানে টেকনাফের ০১ জন গ্রেফতার,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম জুতা’র ভেতর করে আনা অবস্থায় ১,৬৫০ (এক হাজার ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা সহ টেকনাফ হ্নীলা এলাকার এক মাদক পাচারকারী মোঃ আলম (৩০) কে গ্রেফতার করা হয়।
আসামির পিতাঃ মোঃ কাশিম, মাতাঃ খতিজা বেগম, সাংঃ উলুচামরী, ওয়ার্ড নং-০৬, হ্নীলা ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।
তাকে বিকাল প্রায় ৫ টায় চট্টগ্রামগামী মিনিবাস থেকে পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেফতার করে।
সে ইতিপূর্বেও ইয়াবা পাচারের সাথে জড়িত ছিল।
আসামী বিরুদ্ধে ১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
Discussion about this post