মা ইলিশের সংরক্ষণে এবং জাটকা নিধন প্রতিরোধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে বিধায় আজ বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে বিশেষ স্থান করে নিয়েছে ।
এ জন্যে অসহায় জেলেদের মাঝে প্রতিমাসে সরকার বিশেষ চালের ব্যবস্থা করেছে এবং সরকার কোটি কোটি টাকার বরাদ্দ দিয়ে চলেছে । আর এ ব্যাপারে সরকারকে সহযোগিতার জন্যে কঠোর অবস্থানে আছেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মো. ইসমাইল । এ ব্যাপারে আজ দুপুরে রানী রাশমনি ঘাটে গিয়ে তিনি তদারকিতে নামেন, কেউ কোনোভাবে অবৈধভাবে সাগরে জাল ফেলছেন কিনা । তখন তিনি বলেন, " সরকার কোটি কোটি টাকার চাল বিতরণ করছেন জেলে সম্প্রদায়ের মাঝে, তারপরও যদি কেউ অবৈধ উপায়ে এসময় মাছ আহরণের চেষ্টা করেন- তবে তাদের বিরুদ্ধে দায়িত্বরত কোস্ট গার্ড আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।এসময় উপস্হিত ছিলেন সমাজ সেবক নুরুজাম্মান সান্টু,মিন্টু জলদাস,সুজন জলদাস সহ জেলে সম্প্রদায়ের প্রতিধিনি গন।