
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিস্থলে বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে বন্দর সিবিএ’র দুই শতাধিক কর্মচারীদের সঙ্গে নিয়ে মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত শোক সভার আয়োজন করা হয়। বন্দর কর্মচারী পরিষদের সহ-সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক কাজী আবদুস ছাদেক নান্না, সহ-সম্পাদক মোহাম্মদ শাহীন, সদস্য সাইফুল ইসলাম রনি, জাহাঙ্গীর আলম তালুকদার, জালাল উদ্দিন, নুরুল আলম বিপ্লব, শেখ ফরিদ মিঠু, রিপন চৌধুরী, মঈন উদ্দিন, ফরহাদ উদ্দিন শিকদার, শফিউল আলম খান, মোরশেদ আলম শামীম প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী বেঈমান-দোসররা নতুন কোন ষড়যন্ত্রে মেতে উঠে কি না আমাদের ভয় হয়। যে কোন ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে সচল রাখার প্রত্যয়ে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান প্রাণকেন্দ্র। বন্দরনগরীতে যাতে কোন ষড়যন্ত্র হতে না পারে সে জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের নেতৃত্বে সর্বদা সতর্ক থাকতে হবে। একইসাথে বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে সম্মান ও শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয়ার জন্য আ. জ. ম. নাছির উদ্দিনকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।