ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একই সময় সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দৌপ্রদী আগারওয়ালা বলেন, পূর্ব ঘোষিত শনিবার সদর থানা মহিলা আওয়ামী লীগের বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ছিল। আমাদের প্রোগ্রাম শুরু না হতেই তারা আমাদের সাংসদের বাড়িতে হামলা করে। পরে আমাদের নেতাকর্মীরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী বলেন, আমাদের এটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। এর আগে গত ৩০ আগস্ট আমাদের প্রোগ্রামটি ছিল। সেটাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। আর আজকে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা প্রোগ্রামটি করি। আমাদের প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য একই দিনে আওয়ামী লীগ কর্মসূচি ডাক দেয়। প্রশাসন আমাদের দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময় দেয়। আমরা যথাসময়ে প্রোগ্রাম শুরু ও শেষ করি।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, একই সময় সভা ডেকেছে বিএনপি ও আওয়ামী লীগ। প্রশাসনের পক্ষ থেকে দুইটি দলকে পৃথক সময়ের কথা বলা হয়েছিল। না শোনায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।