ডবলমুরিং থানা ছাত্রলীগ আয়োজিত "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা।
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যদের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে ডবলমুরিং থানা ছাত্রলীগ আয়োজিত "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব দোস্ত মোহাম্মদ, বিশেষ অতিথিঃবীর মুক্তিযোদ্ধা মীর আবুল বশর, আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের অন্যান্য কর্মী বৃন্দ ও প্রমুখ।