
চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক ১,২০,০০০ পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যানসহ গ্রেফতার করা হয় ৫ জন কে
অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো: তারিক রহমানের নেতৃত্বে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ থানা পুলিশের একদল অফিসার-ফোর্স ২৫ মে বিকাল ৩:১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া পৌর বাস টার্মিনালের সামনে কক্সবাজার হতে নারায়নগঞ্জগামী একটি মালবাহী কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে অন্যান্য মালামালের সাথে বিশেষ কায়দায় দু’টি স্কুলব্যাগে লুকিয়ে পাচারকালে ১,২০,০০০ পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যানসহ ৫ জন আসামী কে গ্রেফতার করে ১। নজরুল ইসলাম (৪৩), ২। আবুল হাসান (১৯) ৩। মঞ্জু (৪৫), ৪। সোহাগ (৩২) ও ৫। খাইরুল আলম সুজন (৩৫) উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
এ ঘটনায় পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয় , গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।