
চট্টগ্রাম আবাহনী লিমিটেড ( টিম অফিসিয়াল) ফুটবল দল ও চট্টগ্রাম ঝর্ণাষ্টার ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল আলমের তত্ত্বাবধানে আজ ২০ মে বৃহস্পতিবার ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া এম পি মাঠ পরিষ্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচী গ্রহণ করলেন ঝর্ণাস্টার ক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ঝর্ণাষ্টার ক্লাবের অর্থ সম্পাদক আবু জাহের টিপু, স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের ক্রিয়া সম্পাদক মোঃ পারভেজ, স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সদস্য মোঃ শামসুল, ঝর্ণাষ্টার ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজ্জাদ, আরো উপস্থিত ছিলেন ঝর্ণাষ্টার ক্লাবের সদস্য মোঃ মাইকেল রুবেল, মোঃ দিদার, রাহাত, শেখ রাসেল ইমরান,আতিক, রাহি, শিপ, ওহি, সেলিম, রাব্বি রিজভি,কিব্রিয়া,আবির,সজীব সাদ্দাম, আবদুল্লাহ, সামির, অয়ন, চয়ন, সাজ্জাদ, ইমন, অমিদ, সুজন, ইফতিসহ প্রমুখ।
Discussion about this post