নগরীতে দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল একটি চক্র ।চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছেন কোতোয়ালী থানার পুলিশ।
শনিবার (২৬ জুন) সন্ধ্যায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন এ তথ্য জানান। এসআই/মোঃ আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার সহ (২৫ জুন) রাত ৫ টার সময়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে, ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি টিপ ছোরা সহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা মোঃ আরমান আলী (২৩), মোঃ রফিকুল আলম (২৩) ও মোঃ আবু (২৬)
ওসি নেজাম উদ্দিন আরো জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এ কাজটি দুই দলে বিভক্ত হয়ে সম্পন্ন করতো তারা।
একপক্ষ মোটরসাইকেলে ঘুরে যে কোনো ব্যক্তিকে টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন। অপরপক্ষ ছিনতাই কাজ নির্বিঘ্ন করতে পেছন থেকে ব্যাকআপ দিতেন। গ্রেফতারের পর ৩ আসামি ছিনতাইয়ের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।