বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জনে। মৃত্যু ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।
গত ২৪ ঘণ্টায় ৫৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করা নমুনার ৬.৬৯%-এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৬০১ জন।
সে হিসেবে সুস্থতার হার ৯২.৫৫% এবং মৃত্যু হার ১.৫৬%।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।
উল্লেখ্য, গত বছরের ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
এর ১০ দিন পর ১৮ই মার্চ কোভিড-১৯ রোগে প্রথম কারও মৃত্যু হয়।