নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং এলাকায় গত ১১ মে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্ররের মূল হোতা সুলতান আহম্মদকে (৪৫) আটক করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ফ্রি পোর্ট, হালিশহর, কলসী দিঘির পাড়, সিমেন্ট ক্রসিং, মাইলের মাথা এলাকার একজন শীর্ষ চাঁদাবাজ মোঃ সুলতান আহম্মদ । তার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান, ফুটপাত এবং পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করে আসছে। তার দাবীকৃত চাঁদার টাকা দিতে না পারলে সে ও তার বাহিনী দোকানদারদের দোকান থেকে বের করে তালা ঝুলিয়ে দিত। পরিবহন সেক্টরের মাইক্রোবাস, সিএনজি এবং ইজি বাইক চালকদের নিকট থেকে সে মাসোয়ারা ভিত্তিতে চাঁদা আদায় করত। র্যাব-৭ অভিযান চালিয়ে গত ১১ মে রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং মসজিদের দক্ষিণ পার্শ্বে আজিজ মিয়ার মায়ের দোয়া ফুড্স হেভেন দোকানে অভিযান চালিয়ে সুলতানকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে ইপিজেড থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু হয়েছে।
সুলতানের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানায় ২০১১ সালে ১ টি মাদক মামলা এবং
২০১৩ সালে একই থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।