আনন্দঘন পরিবেশে নানান রকম খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে পিকনিকের আয়োজন সম্পন্ন করেছে হালিশহর প্রি-ক্যাডেট স্কুল। দিনব্যাপী শিক্ষা সফরে স্কুল প্রাঙ্গন থেকে বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা পারকী সমুদ্র সৈকতে এই পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা সফর উপলক্ষে পারকির চরে সঙ্গীতানুষ্ঠান, খেলাধুলা, নাটক, নাচ-গান, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সহকারী ট্রেজারার-মোহাম্মদ জাহেদ হোসেন ও
সিনিয়র শিক্ষিকা মমতাজ বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত স্কুলের প্রিন্সিপাল বিলকিস আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর প্রি- ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি জাফরুল ইসলাম জাহেদ, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ রুবেল, সাংবাদিক মোহাম্মদ আশরাফ উদ্দীন, সাংবাদিক মোঃ ইয়াছিন আরাফাত, সাংবাদিক মোহাম্মদ জসিম ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হাওয়ায় মোহাম্মদ হোসেন কে হালিশহর প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।