
গতকাল ২৮ অক্টোবর ২০২৪ তারিখে নির্বাচন ভবনে স্থাপিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশনের একাদশতম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জনাব জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, ডা. জাহেদ উর রহমান, জনাব মীর নাদিয়া নিভিন এবং ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস।
উল্লেখ্য গত ০৩ অক্টোবর ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।
এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে আপনার/আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিম্নোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Discussion about this post