
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার পরিবহন শ্রমিকরা চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে জোট বেঁধে ধাওয়া দিলেন এক ট্রাফিক কর্মকর্তাকে। অভিযোগ পরিবহন শ্রমিদের দীর্ঘদিন ওই এলাকায় চাঁদাবাজি করছেন ওই ট্রাফিক কর্মকর্তা।
ওই ট্রাফিক কর্মকর্তার নাম মোস্তফা আল মামুন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি চট্টগ্রাম নগর পুলিশ পশ্চিম জোনের পরিদর্শক (টিআই—শহর ও যানবাহন) হিসেবে কর্মরত আছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আকবর থানার সিটি গেট এলাকার কৈবল্যধাম মন্দিরের পাশে পরিবহন শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করছেন টিআই মোস্তফা আল মামুনকে।
এ সময় তারা ওই কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ তুলে ‘টিআই মামুনের অত্যাচার, মানি না, মানব না’ ‘টিআই মামুনের গালে গালে, জুতা মার তালে তালে’ বলে স্লোগানও দেন।
জানা গেছে, সোমবার সকাল থেকে কৈবল্যধাম এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম মৃধা।
জানা গেছে, সোমবার সকাল থেকে কৈবল্যধাম এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম মৃধা।
তিনি দায়িত্ব পালনের পাশাপাশি নানা অনিয়মে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছিলেন। ৯ : ৩০ মিনিটের দিকে সেখানে পৌঁছান টিআই মোস্তফা আল মামুন।
তিনি সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। বেলা ১১টার দিকে তাদের পাশে থাকা মাস্কবিহীন একজনকে টিআই মামুন সরে যেতে বলেন।
সে সময় ওই ব্যক্তি উত্তেজিত হয়ে কিছু বুঝে ওঠার আগে কয়েকজনের সহযোগিতায় টিআই মামুনকে ধাওয়া দেন।
একপর্যায়ে ঘটনাস্থলে আকবর শাহ থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, ভিডিওটি দেখেছি। এ ব্যাপারে তদন্ত করে দেখছি।