
লুন্ঠিত টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছোরা উদ্ধারের ঘটনায় ডবলমুরিং মডেল থানার চৌকস অফিসার এসআই আহলাদ ইবনে জামিল (পিপিএম) ও এসআই নজরুল ইসলামকে সিএমপির পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ হতে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পুরষ্কার প্রদান হয়েছে।
ঘটনাটি ২৫ ফেব্রুয়ারির। এসআই আহলাদ ইবনে জামিল(পিপিএম), এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায়, বিশেষ অভিযানে ডিউটি করাকালীন ডবলমুরিং মডেল থানাধীন বারিক বিল্ডিং মোড়ের পূর্বে পাশে সিটি গ্রুপ ল্যান্ড লিঃ এর খালি জায়গায় কতিপয় ব্যক্তিরা ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করে, ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহলাদ ইবনে জামিল(পিপিএম) ও এসআই নজরুল ইসলাম থানার টহল টিমের সহায়তায় ইং ২৫ ফেব্রুয়ারি দুপুর ১ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ডাকাত দল পালানোর চেষ্টাকালে, গ্রেফতারের চেষ্টা করলে ০১নং আসামী জাহিদুল ইসলাম (২৪) এবং পলাতক আসামীদের হাতে থাকা ধারালো টিপ ছোরা দ্বারা এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম ও এসআই নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে এসআই আহলাদ ইবনে জামিল, (পিপিএম) গুরুতর জখম প্রাপ্ত হয়। এসআই নজরুল ইসলাম এর পেটে ও পিঠে কাটা জখম এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম প্রাপ্ত হয়। সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক, জাহিদুল ইসলাম (২৪), মোঃ জুয়েল (৪৫), মোঃ সাহাব উদ্দিন (৩৯) দের গ্রেফতার করেন এবং পলাতক আসামীরা উক্ত স্থান হতে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়।
এসময় সর্বমোট ২,১২,০০০ টাকা এবং ঘর ভাঙ্গার কাজে ব্যবহৃত স্লাইরেঞ্জ ০৪টি, ০২টি স্ক্রু ড্রাইভার, ০১টি কাঠের হাতলযুক্ত ধারালো কাচি উদ্ধার করা হয়।
সাহসিকতার জন্য পুলিশ হেডকোয়ার্টাস কর্তৃক পুরস্কার প্রদানের ঘোষনা প্রদান করেন এবং সিএমপির কমিশনার মহোদয়ের পক্ষ হতে ১,০০,০০০/- টাকা পুরস্কার ঘোষনা করেন।
০৩ মার্চ সিএমপির কমিশনার সম্মেলন কক্ষে পুলিশ কমিশনারের পক্ষ হতে এসআই আহলাদ ইবনে জামিল(পিপিএম)কে ৫০,০০০/- টাকা, এসআই নজরুল ইসলাম’কে ৫০,০০০/- টাকা করে মোট ১,০০,০০০/- টাকা পুরস্কার প্রদান করা হয়।