
সিএমপি’র ডবলমুরিং থানায় মূলতবী থাকা ২১টি গ্রেফতারী পরোয়ানারভুক্ত পলাতক আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৬২) নামে এক আসামীকে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা থেকে গ্রেফতার করেন চট্টগ্রামের ডবলমুরিং থানার এস আই আহলাদ ইবনে জামিল।
আসামী তোফাজ্জল আগ্রাবাদ জীবন বীমা ভবনের মেসার্স চট্টলা বোরিং এর প্রোপাইটর ছিলেন। উক্ত প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে চেক প্রদান করে। উক্ত চেক ডিজঅনার মামলায় পরোয়ানাভুক্ত আসামী সে।
এ ব্যাপারে এস আই আহলাদ ইবনে জামিল বলেন, অনেকদিন খোঁজাখুঁজির পর গোপন সূত্রে খবর পেয়ে প্রযুক্তির সহায়তায় আমার ফোর্স নিয়ে তোফাজ্জল হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসি।
Discussion about this post