চট্টগ্রামে সংঘবদ্ধ একটি অপহরণ চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিম্মি থেকে অপহৃত এক যুবককেও উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে নগরীর ডবলমুরিং থানার মেম গলি, কাউসার সাহেবের বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অপহরণকারীরা প্রেমের অভিনয় করে বাসায় ডেকে নিত। এরপর পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ দাবি করত।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জার্নাল টুয়েন্টি ফোরকে বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপহরণকারী চক্র। তাদের নারী সদস্য রূপা প্রেমের ফাঁদ পেতে মানুষকে বাসায় ডেকে আনে। বাকিরা মিলে তাকে জিম্মি করে বাসায় ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে। বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। একই কায়দায় গতকাল সকালে বাসায় ডেকে নেওয়া হয় জাহেদকে। কিন্তু বাসায় জাহেদের চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশসহ এসে তাদের গ্রেফতার করে। জাহেদকে উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন- পারভেজ হোসেন জুয়েল (২৮), মোঃ সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম প্রকাশ সাগর (২৩), রহিমা আক্তার রুপা (২৫)।
আর উদ্ধাকৃত ব্যক্তি হলেন- মোঃ জাহেদ (৪৩)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।