গত বুধবার দুপুর দুইটা নাগাদ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাতমারা ২ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তারাখোঁ নামক স্থানে দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায় ইউনুস গং।
এই ঘটনায় ন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর একজন মানবাধিকার কর্মী শহীদুল আলম সুমন হামলার শিকার হয়ে ফটিকছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি হয়। উল্লেখ্য তিনি খরিদা সূত্রে হামলাকারীদের পাশের জমির মালিক। হামলাকারীরা হঠাৎ করেই এই জায়গা তাদের বলে দাবি করে আদালতে মামলা দায়ের করে আবার তারাই প্রকাশ্যে খরিদা সূত্রে মালিকগণের উপর সন্ত্রাসী হামলা চালায়।
জায়গা জমির মামলা দেওয়ানি আদালতে করতে হয় ফৌজদারি অপরাধ করলে তার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রয়েছে থানা কর্তৃপক্ষের, তবে এ অপ্রিতিকর ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন মামলা হয় নি বলে জানায় স্থানীয় সূত্র। হামলাকারিরা প্রকাশ্যে দেশিয় রাম দা নিয়ে বার বার খরিদা সূত্রে জায়গার মালিকগণের দিকে তেড়ে আসার দৃশ্য দেখে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানায় ইউনুস, ইউসুফ, ইমাম হোসেন, লাইললা, আবুল কাসেম টুনু রামদা হাতে নিয়ে প্রকাশে জবাই করে দেওয়ার হুমকি দেয় সুমন সহ পরিবারের সকলকে।
এ ধরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভয়ভীতির এক উদ্রেক কাজ করছে।
https://youtu.be/MeffR3EaljA