
রোববার (৬ মার্চ) রাতে ফেনীতে পুলিশ পরিচয়ে সড়কে চাঁদাবাজির সময় আলাউদ্দিন (৩০) নামের এক যুবককে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাথানিয়া এলাকা থেকে আটক করা হয়েছে।
আলাউদ্দিন (৩০) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মহাসড়কে একটি অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে আলাউদ্দিন। পরে হাইওয়ে পুলিশের একটি গাড়ি দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী অটোরিকশা চালকের সন্দেহ হলে তিনি হাইওয়ে পুলিশের গাড়িটি থামিয়ে বিষয়টি জানান। পরে ওই যুবককে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালক ফেনী মডেল থানায় মামলা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আটকের পর মো. আলাউদ্দিনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী অটো রিকশাচালকের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।