
মহান স্বাধীনতার ঘোষক, বাংলার প্রাণের স্পন্দন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বপরিবার এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট পাহাড়তলী শহীদ হেলাল স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং এই করোনা মহামারীতে বিপর্যস্ত দেশ ও দেশবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহ, মহানগর আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মন্টু, জাতীয় শ্রমিক লীগের খুলশী থানা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সাগর ও সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, জাতীয় রেল শ্রমিক লীগের অন্যতম সংগঠক আব্দুল করিম, খুলশী থানা যুবলীগ নেতা বিষ্নু দাশ গণেশ, রনী হোসেন ও অভিলাষ অভি, মহানগর ছাত্রলীগ নেতা দিদার হোসেন, খুলশী থানা ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, রিদয়, কৃষান, দূর্জয়, অজয়সহ ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এলাকার সাধারণ জনগণ।