
সাতক্ষীরায় বস্তায় মোড়ানো অবস্থায় এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তালা উপজেলার মাগুরা বাজারের একটি লেদ কারখানার সিঁড়িঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন মাগুরা গ্রামের ঝর্না খাতুন (৩৫) ও আল আমিন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় মাগুরা বাজারে এনামুল ইসলামের লেদের দোকানের পেছনের সিঁড়িঘরে সাদা চটের বস্তায় মোড়ানো কিছু একটা দেখতে পান তারা। বস্তাটি খোলার পর এতে এক নবজাতকের মরদেহ দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে লোকচক্ষুর আড়ালে কে বা কারা ওই স্থানে নবজাতকটিকে ফেলে রেখে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।