
বাঁশখালী পৌরসভার জলদি মিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ মার্চ রাত ১১ টায় মোঃ হারুন(৩৫) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব ।
হারুন বাঁশখালী উপজেলার জলদির মৃত মোঃ আলীর পুত্র। হারুনের কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সন্ত্রাসী হারুন উল্লেখিত জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে উল্লেখিত জব্দকৃত অস্ত্র ব্যবহার করত । গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।