
খুলশী থানা আওয়ামীলীগের সদস্য সচিব ও বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাক্টর এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নফেল আহমেদ এর ভগ্নিপতি বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাক্টর এসোসিয়েশনের উপদেষ্টা সফিউল আজম মন্টু ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন হীরন, সাধারণ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর শোক প্রকাশ করেন। বাদ আছর হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদস্থ হিম্মত মহুরী বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গতকাল ২৬ আগস্ট বাদ আছর টাইগারপাস চত্বর সংলগ্ন রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে মদীনাতু উলুম আল-ইসলামীয়া এতিমখানা হেফজখানা ও মাদ্রাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় । মরহুমের পরিবারের পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন সকলে।