নীলফামারীতে পানিতে ডুবে আলী হোসেন নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু আলী হোসেন ওই এলাকার সামিউল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন আলী হোসেনের মা। তখন তার সঙ্গেই ছিল শিশু আলী হোসেন। একপর্যায়ে শিশুটি খেলতে খেলতে বাইরে চলে যায়। পরে স্থানীয়রা বাড়ির পাশে গোসলের পানির জমে থাকা ডোবায় আলী হোসেনকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।