
নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন ট্রান্সজেন্ডার মনিষা ও রুবি। তাদের নতুন এই বিজ্ঞাপনের নাম ‘হামানদিস্তা বিউটি টিপস’। খুলশী কনকর্ড টাওয়ার তৃতীয় তলা শপ নং ৩৫৮ হামানদিস্তা শো-রুমে বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে। মনিষা মীম নিপুণ বলেন, এখন হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা সহ স্বেচ্ছাসেবামূলক কাজ বেশি করছি। গত এক সপ্তাহে ঈদুল-আজহা উপলক্ষে “খুলনা, সিলেট ও চট্টগ্রামে” ১৪০ জনকে ফুড সাপোর্ট ও আর্থিক সহযোগিতা করলাম পাশাপাশি ইউএনএফপিএ সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নতুন প্রজেক্টে স্বেচ্ছাসেবক হিসেবে চুক্তি হলাম। বিজ্ঞাপনে এই প্রথমবার ও কাজ করে বেশ ভালোই লাগছে। এখানে আমার সাথে ছিলেন আমার বান্ধবী রুবি। বিজ্ঞাপনটি নির্মাণ করেন ফারহানা শাম্মু । খুব শীঘ্রই বিভিন্ন অনলাইন পেইজে প্রচার করা হবে বলে জানা যায়। উল্লেখ্য, মনিষা সর্বশেষ ‘ঢাকা পাইডে’র একটি সেগমেন্টে “চুপি চুপি বলো কেউ জেনে যাবে” গানে নেচে বেশ দর্শক সাড়া পেয়েছেন। এটিই দেশের প্রথম স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দুই ট্রান্সজেন্ডার নারী।