চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ লাক্ষ টাকা মূল্যের ২৯,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ
কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। ২৬ মে ৩ টায় র্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা এলাকার কর্ণফুলী ওয়াই জংশন হোটেল জামাল শাহ এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে চালক আসামী সৈয়দ নূর (২৮), পিতা- মীর আহম্মেদ, সাং- পূর্ব মরিচ্যা পালং এবং ইমরান সাদেক (২৫)হেলপার, পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- পশ্চিম মরিচ্যা পালং, উভয় থানা- উখিয়া, জেলা- কক্সবাজাদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ হেফাজতে থাকা চালকের সিটের নিচে বিশেষ কায়দার রক্ষিত অবস্থায় ২৯,৫০০ পিস ইয়াবা ট্রাবলেট উদ্ধারসহ আসামিদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১১-৫৩৩৬) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা এবং জব্দকৃত ট্রাকের অনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।