বুধবার (৮ মার্চ) রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণের কারণ নির্ণয়ে দেশীয় বিশেষজ্ঞরাই যথেষ্ট।
মন্ত্রী বলেন, আমাদের নিজস্ব বিশেষজ্ঞরা আছেন ঘটনার কারণ উদঘাটনের জন্য। যদি তারা ব্যর্থ হন, আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসতে পারি। কিন্তু, সেটার প্রয়োজন হবে না।
ঘটনার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনার কারণ খতিয়ে দেখতে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর মেজর মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি ভবনের বেজমেন্ট থেকে বিস্ফোরণের সূত্রপাত।
তিনি বলেন, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। বেজমেন্টে জমা হওয়া গ্যাস থেকে হতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত যে বিস্ফোরণ এসি থেকে হয়নি।
মঙ্গলবার বিকেলে ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে এ পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।