চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে চট্টগ্রাম নগরীর ২২১ জন বীর মুক্তিযোদ্ধার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ রোববার ( ২ মে ) সকালে সার্কিট হাউসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শহীদুল হক চৌধুরী সৈয়দের হাতে ২২১ প্যাকেট উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলু এসময় উপস্থিত ছিলেন।
প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৮ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ লিটার সয়াবিন তেল ও ১টিঁ সাবান।
এনডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, মহামারী করোনা থেকে রক্ষা পেতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে একজন আরেক জনের কাছ থেকে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে।