
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ইলিয়াস ব্রাদার্সের বাড়ি নিবাসী যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ (৭৫) ইন্তেকাল করেছেন।
গতকাল ২৩ জুন দিবাগত রাত ১:৩০ মিনিটে পাঁচলাইশস্থ বেসরকারী ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ২৩ জুন শুক্রবার বাদে জুমা বড় কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি-কাট্টলী) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে বাকলিয়া থানা পুলিশের একটি চৌকষ দল যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইলিয়াছকে গার্ড অব অনার প্রদান করেন।
একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। পরে সেখানকার বড় কবরস্থানে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জানাযায় জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, বাকলিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সদরঘাট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর, বিএনপি নেতা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাহেদ মুরাদ সাকু, মোঃ জামাল উদ্দিন, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইলিয়াছ।
শোক প্রকাশ: যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের নেতৃবৃন্দ।
Discussion about this post