ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি অস্ত্র ও মোটরসাইকেল সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সোনাইমুরি পতিশ এলাকার কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) একই এলাকার মরহুম লোকমান হোসেনের ছেলে ফিরোজ মিয়া (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর এলাকার মরহুম আবু জাহেরের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে, মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছে। এমন খবর পেয়ে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব হোসাইন ও এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ আগে থেকে তল্লাশি বসায়। পরে তাদেরকে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি বিদেশি অটোমেটিক পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় বিদেশি পিস্তলসহ তাদের মোটরসাইকেলটি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, তারা চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের ১৯এ ধারায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।